মিথ্যা মামলা দিয়ে জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত:রবিবার, ২৩ জানু ২০২২ ১০:০১

দোয়ারাবাজার প্রতিনিধি:-  দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের ভূমিদস্যু শ্রীপুর গ্রামের মৃত সাজিদ আলী ছেলে আনোয়ার আলী ও আমজাদ আলীর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা, অবৈধভাবে বাড়ি দখলের পায়তারা, হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে রবিবার দুপুরে (২৩ জানুয়ারি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়িতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল গফুর এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর আমি দাগ ১৩১, জেল নং৪৮,শ্রীপুর মৌজা ৪১ শতাংশযায়গা ক্রয় করে উক্ত সম্পত্তির খাজনা প্রদানসহ জমির সকল কাগজপত্র হালনাগাদ করে সেখানে একটি টিনসেড বাড়ী নির্মাণ করে ভোগ দখলে আছি।
সম্প্রতি ভূমিদস্যু আনোয়ার আলী ও আমজাদ আলীর এর নেতৃত্বে আমার জমি ক্রয় করার পর থেকে অবৈধভাবে দখল করার জন্য তাদের চাচাতো ভাই সানোয়ার আলীকে দিয়ে যায়গা খালি করে দেয়ার জন্য সাশিয়ে যায়। অন্যথায় খুন জখমের মাধ্যমে যায়গা দখল করা হবে বলে প্রতিনিয়োত হুমকি দিয়ে আসছে।
বর্তমানে আমি ও আমার পরিবারসহ নিরাপত্তাহীনতার পাশাপাশি মানবেতর জীবন-যাপন করছি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ-প্রশাসন ও সাংবাদিকদের কাছে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন, সংবাদ প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে আইনি সহযোগিতা চেয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে আনোয়ার আলী ও আমজাদ আলীর চাচাতো ভাই মামলার বাদী সানোয়ার আলী বলেন আমরা সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা করেছি ফেব্রুয়ারি ১০ তারিখ যায়গার কাগজপত্র নিয়ে আদালতে যাওয়া কথা আছে। সুনামগঞ্জ বিজ্ঞ আদালত যে রায় দিবেন আমরা মেনে নিবো।