ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের ঐক্যের বিকল্প নেই : নাসিম হোসেইন

প্রকাশিত:রবিবার, ২৩ জানু ২০২২ ০৮:০১

সুরমাভিউ:-  বিশিষ্ট রাজনীতিবিদ ও সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সাবেক সভাপতি নাসিম হোসেইন বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের ঐক্যের বিকল্প নেই। ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি শনিবার রাতে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সভাপতি মো.হুমায়রা ইফতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সাবেক সভাপতি হাজী মো.বদরুল আলম মজনু।

সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের নির্বাচনী বোর্ডের সদস্য মাহবুবুর রহমান ঘোরী,গ্রুপের সদস্য রুহুল আমিন, বেলাল হোসেন প্রমুখ।

গ্রুপের সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয় ব্যয় হিসাব পেশ করেন সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির।

সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয় ব্যয় হিসাব অনুমোদন করা হয়।

পরে নির্বাচনী বোর্ডের সদস্য মাহবুবুর রহমান ঘোরী ২০২২-২৩ সালের নতুন কমিটির নাম ঘোষনা করেন।

নতুন কার্যকরী কমিটির কমৃকর্তারা হচ্ছেন-সভাপতি হাজী মো. বদরুল আলম মজনু,সহ সভাপতি মো. খসরুজ্জামান চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির,সহ সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক হাজী মো. রফিকুল ইসলাম বাদল, কার্যনির্বাহী সদস্য মো. নাসিম হোসেইন, মো.হুমায়রা ইফতার হোসেন, মো.ফজলুর রশিদ চৌধুরী, মো.রুবেল আহমদ, হাজী মো.আব্দুল আওয়াল জসিম, মো.ইমতিয়াজ রহমান, মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় সংবিধান সংশোধন করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও একটি উপদেষ্ঠা কমিটি গঠনের প্রস্তাব সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন নির্বাচনী বোর্ডের সদস্য মাহবুবুর রহমান ঘোরী।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ