২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৯ জানু ২০২২ ০৭:০১
কানাইঘাট প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল করা হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় কানাইঘাট উত্তর বাজার থেকে মিছিলটি শুরু হয়।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলটি বাজার পদক্ষিণ করে কানাইঘাট পুর্ব বাজারে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ মেম্বারে সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন ও পৌর কমিটির আহবায়ক আব্দুর রহমানের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন নব-গঠিত কমিটির সদস্য গোলাম মস্তাফা কামাল, ইমদাদুল হক, করিম উদ্দিন, আফতাব উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, হাবিব আহমদ, মিনহাজ উদ্দিন মজুমদার, আবুল হাসনাত, কেফায়েত উল্লাহ, হুমায়ুন আস্কর, আম্বিয়া, মারুফ আহমদ, হাবিব আহমদ, আনোয়ার হোসেন, সালমান আহমদ, মখতার আহমদ, আব্দুল্লাহ আল সামের, আব্দুল হামিদ, শাহিন আহমদ, সাহেদ আহমদ, তারেক আহমদ, সালেহ আহমদ, লোকমান আহমদ, রাসেল আহমদ, বদরুল আলম, ইমরান আস্কর, মাহফুজ আহমদ প্রমূখ।
পথ সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক আহমদ মেম্বার ও সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী করে বলেন ঝিমিয়ে পড়া কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছা সেবক দলকে জাগিয়ে তুলে একটি শক্তিশালী সংগঠনে রূপ দিতে যা যা করতে হয় তারা সেটুকু করে যাবেন।
পরিশেষে তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, জেলা কমিটির আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খাঁনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766