১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৯ জানু ২০২২ ০৭:০১
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- সিলেট অঞ্চলে কারিতাস বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস সিলেট অঞ্চলে বছর ব্যাপি কারিতাস বাংলাদেশ এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ ১৯ জানুয়ারি (বুধবার) দুপুরে সিলেট আঞ্চলিক কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বছর ব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের কার্যক্রম উদ্বোধন করেছে।
জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, জুবিলীর বেলুন ও কবুতর উড়ানো, জুবিলী বৃক্ষরোপণ, সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি প্রদীপ প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করেন।
আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, এতে সভাপতিত্ব করেন, বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ ধর্মপাল সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ সিলেট সদর আলহাজ্ব আশফাক আহম্মদ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার সিলেট সদর। চেয়ারম্যান, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ, এডভোকেট আফছর আহমদ, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও, আঞ্চলিক পরিচালক, কারিতাস সিলেট অঞ্চল মি. বনিফাস খংলা, সাবেক আঞ্চলিক পরিচালক, কারিতাস সিলেট অঞ্চল মি. জন মন্টু পালমা।
তাছাড়া অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ধর্মপল্লীর পাল পুরোহিতগন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কারিতাস বাংলাদেশ-এর সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পাশাপাশি সকল এনজিও বিশেষ অবদান রয়েছে। এসকল এনজিওদের মধ্যে কারিতাস বাংলাদেশ অন্যতম। কারিতাস বাংলাদেশ বিগত ৫০ বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশের গরীব ও পিছিয়েপড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমানের উন্নয়ন করেছে। আমি এই মহতী কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই এবং বছর ব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766