ওসমানীতে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন  বিভাগের সম্প্রসারিত অংশের উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ১৯ জানু ২০২২ ০৮:০১

সুরমাভিউ:-  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সম্প্রসারিত অংশের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় এর উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান ব্রঙ্কিম হালদার।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান ব্রঙ্কিম হালদার বলেন, বাথ, ব্যথা ও প্যারালাইসিস রোগীদের দীর্ঘদিন যাবত স্থান সংকুলনের অভাবে চিকিৎসা সেবা নিতে এসে কিছুটা কষ্ট করতে হয়েছে। নতুন এ থেরাপী রুম এক্সটেনশন হওয়ায় বাথ, ব্যথা ও প্যারালাইসিস রোগীদের চিকিৎসা সেবা পরিপূর্ণতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুব আলম, সহকারি পরিচালক ডা. আবুল কালাম আজাদ, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, অত্র বিভাগের সহকারি অধ্যাপক ডা. এ. এস. এম. মঈনুল হাসান, অত্র বিভাগের রেজিষ্ট্রার চৌধুরী জাবের হোসেন তানিম, সহকারি রেজিষ্ট্রার ডা. ফজলুল হক সোহেল, মেডিক্যাল অফিসার ডা. খন্দকার কামরুল ইসলাম, চীফ ফিজিওথেরাপিষ্ট মো. জহিরুল ইসলাম, সিনিয়র ফিজিওথেরাপিস্ট মো. আলমগীর হোসেন, ফিজিওথেরাপিষ্ট আনন্দ বণিক, ফিজিওথেরাপিষ্ট রাসেল আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার এনাম আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ