আশ্রয়ণ প্রকল্প ও ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এডিসি বিজন কুমার সিংহ

প্রকাশিত:সোমবার, ১৭ জানু ২০২২ ০৮:০১

দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনা গ্রামে আশ্রয়ণ প্রকল্প ও ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ।
সোমবার দুপুরে তিনি মুজিববর্ষের ভূমিহীন ও গৃহহীন পরিবারের গৃহনির্মাণ ভূজনা আশ্রয়ণ প্রকল্প ও ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। এরপরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
এসময় বিজন কুমার সিংহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সততা, আন্তরিকতার সাথে ঘরের কাজ তদারকি করা হচ্ছে। যাদের ভূমি ও ঘর নেই এবং যারা প্রকৃতভাবে ঘর পাওয়ার যোগ্য তাদের মাঝেই ঘর বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ও উপজেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য সচিব আবু সায়েম সাফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ