নগরীতে জালালাবাদ এডুকেশন সোসাইটি’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:বুধবার, ১২ জানু ২০২২ ০৮:০১

সুরমাভিউ:-  জালালাবাদ এডুকেশন সোসাইটি’র উদ্যোগে নগরীর পশ্চিম পীরমহল্লায় প্রায় শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

জালালাবাদ এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান শহীদ আহমদ চৌধুরী সাজুর সভাপতিত্বে এবং সোসাইটির যুগ্ন সম্পাদক আবু সালেহ মুছার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন শাহপরান জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুর রহমান, মেট্রো মেডিকেয়ার হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ এডুকেশন সোসাইটির কোষাধ্যক্ষ জনাব আনোয়ার হোসেন পাঠান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ