নগরীতে চারদিন ধরে যুবক নিখোজ : সন্ধান কামনা

প্রকাশিত:সোমবার, ১০ জানু ২০২২ ০৯:০১

সুরমাভিউ:-  সিলেট নগরী থেকে গত ৭ জানুয়ারি থেকে আজ অবধি পর্যন্ত মো. সাহাদ আক্রাম খান রাহি (২৬) নামের এক যুবক নিখোজ রয়েছেন। তিনি মহানগরীর শাহপরান থানার টিলাগড়ের ভাটাটিকর-২ এলাকার মৃত গোলজার খানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি সকাল ১১ টায় বাসা থেকে টিলাগড় পয়েন্টে যাওয়ার কথা বলে বের হন মো. সাহাদ আক্রাম খান রাহি। এরপর থেকে আজ অবধি তিনি আর বাসায় ফেরেন নি। তার সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়স্বজন  ও বন্ধুবান্ধব সকলের বাসায় খোঁজ করে তাকে না পাওয়া গেলে তার ছোট ভাই মো. রাহাত খান পরদিন ৮ জানুয়ারি শাহপরান থানায় সাধারণ ডায়রি করেছেন, (জিডি নং-৩৮৭)। সাহাদ খান রাহির গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, পড়নে সবুজ টিশার্ট ও নেভিব্লু হাফ হাতা সুইটার ছিল।

কোন স্বহৃদয়বান ব্যক্তি রাহির খোঁজ পেলে শাহপরান থানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবার। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ