সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী আরশ আলী গণির মতবিনিময়

প্রকাশিত:রবিবার, ০৯ জানু ২০২২ ০৫:০১

বিশ্বনাথ প্রতিনিধি:-  সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী গণি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

নির্বাচন উপলক্ষে আজ রবিবার (৯ জানুয়ারী) উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী গণি বলেন, আমি সাংবাদিকসহ সর্বস্থরের মানুষের সহযোগিতা চাই।

আপনাদের সহযোগিতা আমার বড়ই প্রয়োজন। তিনি বলেন, আমি বিজয়ী হলে এলাকার মানুষের জন্য কিছু করতে পারবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, শহিদুর রহমান, মোহাম্মদ আলী শিপন, নুর উদ্দিন, আবুল কাশেম, আহমদ আলী হিরণ, শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল আশিকী, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল, আশিক আলী, রুহেল উদ্দিন, আকতার আহমদ সাহেদ, মসাঈদ আলী ও শুকরান আহমদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ