২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৯ জানু ২০২২ ০৬:০১
সুরমাভিউ:- সিলেট গোলাপগঞ্জ উপজেলার ৬ নং ঢাকাদক্ষিন ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এর সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং সুনামপুর-ইসলামপুর যুব সমাজ ও সুনামপুর-ইসলামপুর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প টি অনুষ্ঠিত হয়। রোববার সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেডিসিন, সার্জারী, নাক-কান-গলা, গাইনী ও শিশুদের ফ্রি চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্প এ অত্র ওয়ার্ডের প্রায় এক হাজার মানুষ কে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্প এর উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ প্রতি বছরই সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় এ রকম ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে থাকে, যাতে গরীব এবং অসহায় মানুষেরা অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। তাদের এই কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি নাজির বেগম শিলা তার বক্তব্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ রকম আয়োজনে পাশে থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য বিশেষ অতিথি হিসেবে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কিবরিয়া।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিন ইউনিয়ন পরিষদ এর ৬ নং ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম ফখর, বিশিষ্ট মুরব্বী আজ্জাদ আলী, অনুষ্ঠান সমন্বয়ক মো. শাহীনুর রেজা, মেডিকেল টিম এর আহবায়ক ইন্টার্ণ চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম, সুনামপুর ইসলাম যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাকারিয়া আহমদ, ইসলাম উদ্দিন, মালিক উদ্দিন, দুলাল আহমদ ইয়াহিয়া, শফিক উদ্দিন, রফিক উদ্দিন, পারভেজ আহমদ, আমিনুল ইসলাম, জাকির হোসেন, কামিল আহমদ, ফখরুল ইসলাম, উমর আহমদ, এমরান আহমদ, হিলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766