সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ০৭ জানু ২০২২ ০৯:০১

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর গোটাটিকরস্থ সমিতি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সভাপতি, সাংবাদিক আব্দুল আহাদ।

আবু মুসা সরকার ও মাহমুদা সিদ্দিকার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাকির হোসেন, গীতা পাঠ করেন প্রকৌশলী সনৎ কুমার ঘোষ।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন এর পক্ষে বাণী পাঠ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক আনিসুর রহমান। এরপর বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সভাপতি আব্দুল আহাদ ও সদস্য সচিব নজরুল হক তাপাদার ও বার্ষিক বাজেট পড়ে শুনান বোর্ডের কোষাধ্যক্ষ মোহাম্মদ মেন্দি মিয়া।

সভায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস এম হাসনাত হাসান। অনুষ্ঠানে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী আবাসিক, বাণিজ্যিক, দাতব্য ও শিল্প শ্রেণীর বাছাইকৃত গ্রাহকদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বার্ষিক সাধারণ সভায় উপস্থিত গ্রাহকদের মধ্য থেকেও লটারির মাধ্যমে ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর সহ-সভাপতি তাছলিমা সুলতানা, পরিচালক মো: হানিফ আহমদ, এমদাদুর রহমান, অধ্যক্ষ মোঃ রেজাউল আমিন, মনিকাঞ্চন চৌধুরী, মিনতী রাণী বিশ্বাস, নব-নির্বাচিত পরিচালক রমা কান্ত দে, মো: সহিদুল হাসান, মহিলা পরিচালক ফজীলাতুল কদর চৌধুরী তানিয়া, বর্ণালী ব্রহ্ম সহ বিভিন্ন উপজেলার জোনাল অফিসের ডিজিএম , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ