মক্কা সেচ্চাসেবক লীগের উদ্দ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত:রবিবার, ০২ জানু ২০২২ ০৬:০১

সেলিম আহমেদ, সৌদি আরব:-  পবিত্র মক্কায় সেচ্চাসেবক লীগের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও ঢাকা দক্ষিনের সেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদকে সংবর্ধনা দিয়েছে মক্কা সেচ্চাসেবক লীগ।

গতকাল মক্কায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের আহবায়ক মনিরুল আলম মনিরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব মোঃ কাসেম আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিনের সেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদ।

এতে বিশেষ অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আহসান হাবীব, মক্কা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ লিটন শেখ, মক্কা আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল আলম মনির, মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক সওদাগর, সংগঠনের প্রধান উপদেষ্টা আসলাম সেলিম, মক্কা কৃষক লীগের ভারপ্রাপ্ত নাসির মুন্সি প্রমুখ।

উক্ত সভায় বক্তব্য রাখেন মক্কা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি জসিম হেলাল, মক্কা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি হোসেন খান এনায়েত, মক্কা আওয়ামীলীগ নেতা কাজী রফিক, সংগঠনের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান, যুগ্ন আহবায়ক এম এ সালাম, যুগ্ন আহবায়ক আমির হোসেন ফুতু ও সদস্য আজিজুল হক সহ মক্কা ও জেদ্দার আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সভা শেষে জাতির পিতা সহ সকল শহীদের আত্তার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।