দোয়ারাবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত:রবিবার, ০২ জানু ২০২২ ০৭:০১

এনামুল কবির মুন্না:-  দোয়ারাবাজারে র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ পালন করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে। রবিবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিক। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন।দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সালেহা বেগম।উপস্থাপন করেন সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ, সুরমা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীর প্রতিক, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর প্রমুখ।
পরে দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ওপ্রবীণ ব্যক্তিদের ঋণ বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ