সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি আরব, সাধারণ সম্পাদক শফিক

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ ডিসে ২০২১ ১০:১২

সুরমাভিউ:-  সিলেট শহরতলী খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির  নির্বাচন সম্পন্ন। বৃহস্পতিবার  সকাল ১০ টা থেকে শুরু হয়ে  বিকাল ৪টা পর্যন্ত সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হল রুমে   নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণা শেষে সভাপতি আরব আলী ও সাধারণ সম্পাদক শফিক নির্বাচিত হন।

৪০১ জন ভোটারের মধ্যে ৩৯৪ জন ভোটার  ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের  ১২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে ।

সভাপতি পদে (ছাতা) মার্কা নিয়ে ১৭৫ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন আরব আলী,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আব্দুল নুর (ঘোড়া) মার্কায়  ১১০ ভোট ও দিলোয়ার (চেয়ার) মার্কায় ১০০ পান। সহ-সভাপতি পদে বাবুল মিয়া (টেলিভিশন) মার্কা নিয়ে ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আল আমীন (বৈদুৎতিক ফ্যান) মার্কা নিয়ে ১৭৪ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান (চশমা) মার্কা নিয়ে ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মুক্তার (ফুটবল) মার্কা নিয়ে ১৮৯ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে মাহবুব আলম (ঘড়ি) মার্কা নিয়ে ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলাল উদ্দিন (প্রজাপতি) মার্কা নিয়ে ১৬৬ ভোট পান। অর্থ সম্পাদক পদে  মাওলানা মো. শামছুর রহমান (আম) মার্কা নিয়ে ২৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল খালিক (আনারস) মার্কা নিয়ে ৯৭ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মো. নাসির উদ্দীন (দোয়াত কলম) মার্কা নিয়ে ১৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী বটল (মোটরসাইকেল) মার্কা নিয়ে ১৩৭ ভোট পান। সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহিন আহমদ (ঘুড়ি) মার্কা নিয়ে ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন  হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস শহীদ (অটোরিকশা) মার্কা নিয়ে ১৭৪ ভোট পান। প্রচার সম্পাদক পদে মো. আলমগীর হোসেন (পদ্মফুল) মার্কা নিয়ে ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আতিকুর রহমান (হরিণ) মার্কা নিয়ে ১৮৮ ভোট পান।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মনাফ।
কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন নির্বাচিত, জয়নাল মিয়া (মই) মার্কা নিয়ে ২৪৭ ভোট পেয়ে ১ম, আব্দুল করিম (বাইসাইকেল) মার্কা নিয়ে ২৩৭ ভোট পেয়ে ২য়, আজমল আলী (গোলাপফুল) মার্কা নিয়ে ২১১ ভোট পেয়ে ৩য় ও ইসলাম উদ্দিন (কবুতর) মার্কা নিয়ে ১৮৩ ভোট পেয়ে ৪র্থ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন ।

প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আলা উদ্দিন। প্রিজাইটিং অফিসার  সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ।

সহকারী নির্বাচন কমিশনার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সেলিম আহমদ, চন্দন কুমার, সদস্য এস এম তারা মিয়া, ব্যবসায়ী আব্দুল মতিন,  রাখালগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবির মিলন, সাহেবের বাজার ঈদগাঁ কমিটির সহ সাধারণ সম্পাদক  মুজিবুর রহমান, সমিতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শুকুর।

এ সংক্রান্ত আরও সংবাদ