১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ ডিসে ২০২১ ০৮:১২
সুরমাভিউ:- সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নে বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে এসএসসির পরীক্ষার পাশের হার ৯৭.২২ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ১ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ শিক্ষা প্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থীদের মধ্যে ১০৫ জন উত্তীর্ণ হয়েছেন।পাশের শতকার হার ৯৭.২২ শতাংশ।
বিদ্যালয় সূএে জানা যায়, এবারের ২০২১ সালের এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করেন মোট ১০৮ জন শিক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০৫ জন।
বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ হোসেন খান ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালের এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ের প্রায় নয় মাস পর গত ১৪ নভেম্বর শুরু হয়েছে। তারপরও শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কৃতিত্ব দিয়ে তিনি আরো বলেন, শিক্ষকদের পরিশ্রমের সাথে শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের তদারকির কারণে সাফল্য এসেছে। আমি আশা করি বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার এ মান ধরে রাখতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা করবেন।
তিনি এক অভিনন্দন বার্তায় বালিঙ্গা উচ্চ বিদ্যালয় সহ ২০২১ সালের এস.এস.সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে প্রাণঢালা অভিনন্দন জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766