১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ ডিসে ২০২১ ০৯:১২
সুরমাভিউ:- থার্টি ফার্স্ট নাইটে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মহানগরী এলাকার কোন উন্মুক্ত স্থানে লোকসমাগম ও পার্টি করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। সেই সাথে আবাসিক হোটেলে কোন ডিজে পার্টির আয়োজন করা যাবেনা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাশ ৫টা থেকে পরদিন শনিবার (১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় উন্মুক্ত স্থানে কোন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি/ পটকা ফুটানো নিষিদ্ধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এসব নির্দেশনা জারি করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফবিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, এবারের থার্টি ফার্স্ট নাইটে মহানগর পুলিশের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। কেউ এই নির্দেশনা বাহিরে কোন কার্যক্রম চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মহানগর পুলিশের অধ্যাদেশ ২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়। সেই সাথে মহানগর এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766