দোয়ারাবাজারে র‌্যাবের অভিযানে ২০১ বোতল বিদেশী মদ জব্দ

প্রকাশিত:বুধবার, ২৯ ডিসে ২০২১ ০৮:১২

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জে দোয়ারাবাজারে র‌্যাবের অভিযানে ২০১ বোতল বিদেশী মদ জব্দকরা হয়েছে। (২৮ ডিসেম্বর) মঙ্গলবার রাতে উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নে থেকেএই বিদেশীমদ জব্দকরা হয়।
র‌্যাব -৯সিপিসি৩ এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানায়ায় গোপন সংবাদের ভিত্তিতে লেঃকমান্ডার সিঞ্চন আহমেদ এএসপি ইকরামুল আহাদের নেতৃত্বে র‌্যার একটি চৌকশ টিম অভিযান চালিয়ে ইউনিয়নের আফসরনগর শ্রীপুর রাস্তাসংলগ্ন বাঁশেরঝাড়ের নিচে পরিত্যক্ত অবস্তায় ২০১বোতল বিদেশীমদ জব্দকরা হয়। দোয়ারাবাজার থানায় জিডি মুলে ২০১ বোতল বিদেশী মদ হস্তান্তর করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন পরিত্যক্ত অবস্থায় দুইশ এক বোতল মদের জিডি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ