রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ২৬ ডিসে ২০২১ ০৫:১২

সুরমাভিউ:-  রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর বার্ষিক সভা শনিবার (২৫ শে ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ আর এফ এস এম এর সভাপতিতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।  শুরুত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পিপি রোটা: মো: আতিকুর রেজা চৌধুরী পি এইচ এফ এম সি, জাতীয় সংগীত অডিও এর মাধ্যমে পরিচালনা করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: মো: ইমাদ উদ্দীন আর এফ এস এম, রোটারি ইনভোকেশন পাঠ করেন পি পি রোটা: এডভোকেট জামাল উদ্দিন। বার্ষিক সভায় বক্তব্য রাখেন, পিপি রোটা: অধ্যাপক শাখাওয়াত হোসেন আর এফ এস এম, পিপি রোটা: বিধু ভূষন চক্রবর্তী এম পি এইচ এফ, পিপি রোটা: আমিনুর রহমান শিবলু আর এফ এস এম, পিপি রোটা: এডভোকেট জামাল উদ্দিন, পিপি রোটা: দেলওয়ার হোসেন, পিপি রোটা: শাহ জামাল আহমদ পি এইচ এফ, পিপি রোটা: আতিকুর রেজা চৌধুরী পি এইচ এফ এম সি, আইপিপি রোটা: অধ্যাপক মো: জাকির আলী আর এফ এস এম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: ইঞ্জিনিয়ার মো: ইমাদ উদ্দীন আর এফ এস এম, প্রেসিডেন্ট নমিনি রোটা: ডা: তানবিরুল আরেফিন আর এফ এস এম, ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটা: সৈয়দ সুয়েবুর রহমান পি এইচ এফ, সেক্রেটারি ইলেক্ট রোটা: শেলিনা আক্তার চৌধুরী আর এফ এস এম, রোটা: মো: আবুল কালাম।

উক্ত সভায় ক্লাবের অধিকাংশ রোটারি সদস্যগণ উপস্থিত থেকে বোর্ড অব ডাইরেক্টরস ২০২২-২০২৩ এর কমিটির অনুমোদন ও সমর্থন দেন। ক্লাবের বাই লজ অনুযায়ী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পিপি রোটা: অধ্যাপক শাখাওয়াত হোসেন এবং ২০২২-২০২৩ রোটাবর্ষের বোর্ড অব ডাইরেক্টরস এর সদস্য হিসাবে নিম্নবর্ণিত রোটারিয়ানবৃন্দ নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন, প্রেসিডেন্ট: রোটা: ইঞ্জিনিয়ার মো: ইমাদ উদ্দীন আর এফ এস এম, আই পি পি: রোটা: মোহাম্মদ আব্দুল হাফিজ আর এফ এস এম, প্রেসিডেন্ট ইলেক্ট  রোটা: ডা: তানবিরুল আরেফিন আর এফ এস এম, ভাইস প্রেসিডেন্ট ১: রোটা:নুরুল আলম আর এফ এস এম, ভাইস প্রেসিডেন্ট ২: রোটা:রাশেদুজ্জামান রাশেদ আর এফ এস এম, সেক্রেটারি : রোটা:শেলিনা আক্তার চৌধুরী আর এফ এস এম, জয়েন্ট সেক্রেটারি: রোটা:বাহা উদ্দিন বাহার, ট্রেজারার: রোটা: ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমান আর এফ এস এম, ডাইরেক্টর (ক্লাব সার্ভিস) :রোটা: পিপি মো: জামাল উদ্দিন, ডাইরেক্টর (ভকেশনাল সার্ভিস):রোটা:পিপি বিধু ভূষন চক্রবর্ত্তী এম পি এইচ এফ, ডাইরেক্টর (কমিউনিটি সার্ভিস):রোটা:পিপি দেলওয়ার হোসেন, ডাইরেক্টর (নিউ জেনারেশন):রোটা: ডা:সামিয়া তারান্নুম, ডাইরেক্টর (ইন্টারন্যাশনাল  সার্ভিস): রোটা:আই পি পি অধ্যাপক মো: জাকির আলীআর এফ এস এম।

সার্জেন্ট এট আর্মস:রোটা:পিপি শাহ জামাল আহমদ পি এইচ এফ, সার্জেন্ট এট আর্মস: রোটা:হোসেন আহমদ মনসুর, বুলেটিন এডিটর: রোটা: এ এস এম কিবরিয়া, ক্লাব ট্রেইনার: রোটা:পিপি মো: আতিকুর রেজা চৌধুরী পি এইচ এফ, এম সি।

সভায় সকল রোটারীয়ানবৃন্দ ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান রোহেলা খান চৌধুরীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন ক্লাবকে যথার্থভাবে মূল্যায়নের জন্য এবং নব নির্বাচিত বোর্ড অব ডাইরেক্টরস এর রোটারিয়ানদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাছাড়া সবাই আগামী রোটাবর্ষ ২০২২-২০২৩ আরও সুন্দর ও সফল করার লক্ষে এবং ক্লাবের অবস্থান সবচেয়ে মর্যাদাপূর্ন অবস্থানে পৌছুক এই প্রত্যাশা কামনা করেন নতুন বোর্ডের কাছে। প্রেসিডেন্ট ইলেক্ট, প্রেসিডেন্ট নমিনি, সেক্রেটারি ইলেক্ট তাঁদের বক্তব্যে ও তাঁদের নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ঐতিহ্যবাহী ক্লাবের সুনাম অক্ষুন্ন রেখে সকলের সহযোগিতা নিয়ে ক্লাবকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাবেন এই অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ