২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৪ ডিসে ২০২১ ১১:১২
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় অনেকে দগ্ধ ও নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নামপরিচয় জানা যায়নি। লঞ্চের ভেতরে আরও কোনো মরদেহ আছে কিনা তা দেখতে উদ্ধার অভিযান চালাচ্ছেন সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন লাগে। ইঞ্জিনরুম থেকে লাগা আগুন মুহূর্তের মধ্যেই পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। আগুনে ৩০ জনের মৃত্যু ছাড়াও দগ্ধ হয়েছেন দুই শতাধিক যাত্রী। তাদের মধ্যে ৬৮ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নেওয়া হয় ঝালকাঠি মেডিকেলে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766