দিরাইয়ে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

প্রকাশিত:মঙ্গলবার, ২১ ডিসে ২০২১ ০২:১২

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের দিরাই উপজেলার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় ৩ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কাজী, জগদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিবলী আহমেদ বেগ ও তাড়ল ইউনিয়নে তিনবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য আকিকুর রেজা।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীকে বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ