মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় অর্থদন্ড

প্রকাশিত:সোমবার, ২০ ডিসে ২০২১ ০৯:১২

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধানে ১৯ ডিসেম্বর রবিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর এবং টেংরাবাজার ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মনসুরনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে টেংরাবাজার ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থীকে আচরণবিধি ভঙ্গ করায় ২০ হাজার টাকা এবং একজন সদস্য পদপ্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিচালিত অভিযানে ৭ জন প্রার্থীকে ৭টি মামলায় সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় সঙ্গীয় ফোর্স হিসেবে সহায়তা করে রাজনগর থানা পুলিশের একটি টিম।

এ সংক্রান্ত আরও সংবাদ