মৌলভীবাজারে ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৮ ডিসে ২০২১ ০৭:১২

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ১৪টি ঘোড়া অংশ নেয়। এতে প্রথম হয় মামু ভাগনা নামে ঘোড়া,দ্বিতীয় হয় রুপসী বাংলা ও তৃতীয় হয় গোলাম মোস্তফা নামে ঘোড়া।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিছবাহুর রহমান এর সভাপতিত্বে ঘোড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে, এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ