১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৭ ডিসে ২০২১ ০৬:১২
সুরমাভিউ:- সিলেটে শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় সিলেটের গোলাপগঞ্জের ২ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন :গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য লক্ষিপাশা ইউপি নির্বাচনে বিদ্রোহী মাতাব উদ্দিন জেবুল ও শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি শরীফগঞ্জ ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এম,কবির উদ্দিন।
দলীয় সূত্রে জানা যায়,চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন এই দুইজন।এরই পরিপ্রেক্ষিতে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766