১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ ডিসে ২০২১ ০৬:১২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারে তৃণমূল থেকে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে মাসব্যাপী মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর (বুধবার ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২ টা থেকে ৪টা পর্যন্ত এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে চাঁদনীঘাট ইউনিয়ন ও গিয়াসনগর ইউনিয়ন মুখোমুখি দু’দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় চাঁদনীঘাট ইউনিয়ন এবং রানার্স আপ হয় গিয়াসনগর ইউনিয়ন।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন চাঁদনীঘাট ইউনিয়ন টিমের রাশেদ লতিফ। এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন জগলুর রহমান।
১৩ নভেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৪টি দলের সমন্বয়ে শুরু হয় মাসব্যাপী মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের। মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌরসভার ২৪ টি দল এই সময়ের মধ্যে খেলায় অংশগ্রহণ করে। খেলার বিভিন্ন ধাপে ধাপে অংশগ্রহণ শেষে ফাইনাল অনুষ্ঠিত হলো।
মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্টের আয়োজক মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটির সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব বলেন- তৃণমূল থেকে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তুলে আনার উদ্দেশ্যে জেলা সদরের ১২ ইউনিয়ন ও পৌরসভার ১২ দলসহ মোট ২৪ দল নিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’’।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো জাতীয় দৈনিক “দৈনিক আজকের পত্রিকা” নিউজ পোর্টাল “আইনিউজ” নিউজ চ্যানেল “সময় টিভি” এবং “রেডিও পল্লীকণ্ঠ”।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766