বিজয় দিবসে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ ডিসে ২০২১ ০৬:১২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী দলসমূহের সালাম গ্রহণ করেন।
পরবর্তীতে শিশু-কিশোরদের মনোরম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও এ আয়োজনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়৷ এ আয়োজনের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার -০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।