২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৪ ডিসে ২০২১ ০৬:১২
সুরমাভিউ:- শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পন করা হয়।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদাররের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পনকালে সিলেট মহানগর যুবলীগ ও ২৭ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পন পূর্বে সংক্ষিপ্ত এক বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা করেছিল বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করতে। বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধে যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখনই ইতিহাসের এই ভয়াবহ হত্যাকাণ্ড হয়। ঘাতকরা বুঝতে পেরেছিল তারা তাদের অপকর্মে সফল হবেন। কিন্তু ইতিহাসের অমোঘ অপরিহার্য পরিণতি অনুযায়ী তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, অনিয়ম, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যে সাহসী লড়াই অব্যাহত রেখেছেন তার সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766