দোয়ারাবাজারে তরুণী ধর্ষিত : ধর্ষক আটক

প্রকাশিত:সোমবার, ১৩ ডিসে ২০২১ ০৮:১২

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে পল্রীতে তরুণী ধর্ষণের ঘটনায় লম্পট শরীফ উদ্দিনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের নুর উদ্দিনের পুত্র।

মামলা সুত্রে জানা যায়, নিজ বসতঘরে একা পেয়ে জনৈক তরুণীকে মুখ চেপে ধরে প্রতিবেশি কাছা মিয়ার বাড়ির পেছনের নির্জন জঙ্গলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে নিজ গ্রামের লম্পট শরীফ উদ্দিন (১৯)। ঘটনাটি ঘটে রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ এর ৭/৯ (১) ধারায় ধর্ষক শরীফ উদ্দিনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিনগত রাতেই মামলার আসামি শরীফ উদ্দিনকে আটক করা হয়। সোমবার (১৩ ডিসেম্বর)তাকে বিজ্ঞ আদালতে  সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ