উপশহরে মেলায় যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ ডিসে ২০২১ ১১:১২

সিলেট নগরীর শাহজালাল উপশহরে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলার শেষ দিনে সেখানে গিয়ে মারা গেলেন খাদিমনগর ইউনিয়ন যুবলীগ নেতা মো. সালা উদ্দিন (৩২)। তিনি ধুপাগুল গ্রামের মনির মিয়ার ছেলে।

তিনি সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যারাতে মেলা গেটের সামনের রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সালা উদ্দিনের মৃত্যু নিয়ে কোনো রহস্য নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এবং মৃত সালা উদ্দিনের চাচা বিলাল হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ