২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৫ ডিসে ২০২১ ০৫:১২
সুরমাভিউ:- ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী ছাহেবজাদায়ে ফুলতলী আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাওয়ার কথা বলা হয়েছে। দুনিয়া ও আখেরাতের পথ সুগম করার জন্য জ্ঞানের বিকাশ অত্যন্ত জরুরি। পড়াশোনায় সুস্থ প্রতিযোগিতা থাকলে সবার মধ্যে ভালো করার স্পৃহা বৃদ্ধি পায়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড শাখা আয়োজিত ২য় ইয়াকুবিয়া শিক্ষা কল্যাণ বৃত্তি -২০২১ (হিফজ বিভাগ) এর হল পরিদর্শনকালে তিনি একথা বলেন।
আজ রবিবার (০৫ ডিসেম্বর) সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তৈয়ব কামাল হযরত শাহজালাল (র.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে উক্ত বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজম খাঁন, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠণিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক রেদোয়ান রাশেদ, সিলেট মহানগর তালামীযের সভাপতি এস এম মনোয়ার হোসেন, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম নিয়াজ, সহ-সাংগঠণিক সম্পাদক হোসাইন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মিজানুর রহমান, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ সাইদুল ইসলাম দুলাল, ৪ নং কুচাই ইউপি আল-ইসলাহ সভাপতি বুজায়েল আহমদ ফুজেল, মহানগর তালামীযের প্রশিক্ষণ সম্পাদক আরিফ মাহমুদ জামি,২৭ নং ওয়ার্ড সভাপতি জায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফায়েল শাহ, সিদ্দিকুর রহমান, হাফিজ খায়রুল আমিন, হুমায়ূন রশিদ, আরকান খাঁন, আলমগীর আহমদ, মারজান আহমদ ও মিনহাজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, ২০১৯ সালে স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণীর ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ১ম ইয়াকুবিয়া শিক্ষা কল্যাণ বৃত্তি পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766