মোগলাবাজারে সাউথ আফ্রিকা প্রবাসীর উদ্যোগে চেয়ারম্যান ও মেম্বারকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত:শনিবার, ০৪ ডিসে ২০২১ ০৫:১২

সুরমাভিউ:-  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কান্দেপপুরে সাউথ আফ্রিকা কেপটাউন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা এ.এম.এ সুজেল এর উদ্যোগে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা দ্বিতীয় বারের মত নির্বাচিত ও ৫নং ওয়ার্ডে নুরুল ইসলাম মেম্বার নির্বাচিত হওয়ায় তাঁদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে কান্দেপপুরে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মুরব্বি চুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।

সাউথ আফ্রিকা প্রবাসী এ.এম.এ সুজেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, ৫নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম।

সম্মানীত অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল মুকিত, সাউথ আফ্রিকা প্রবাসী দেলওয়ার হোসেন, সমাজকর্মী শুয়েব আহমদ। উপস্থিত ছিলেন রুহুল ইসলাম মেম্বার। এছাড়া ও এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী, যুব সমাজের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ সহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের সম্পদ, তারা সুধুর প্রবাসে থেকে ও সব সময় দেশের কথা চিন্তা ভাবনা করেন। শিক্ষা, চিকিৎসা, মানবসেবা সহ সর্বক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। জনপ্রতিনিধিদের কল্যাণমুলক কাজে উৎসাহিত করতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেন। তারই ধারাবাহিকতায় সাউথ আফ্রিকা প্রবাসী এ.এম.এ সুজেলের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান সাইস্তা ও মেম্বার নুরুলকে সংবর্ধনা প্রদান করা প্রশংসনীয় কাজ। বক্তারা, জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণ ও উন্নয়নে কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ