২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৪ ডিসে ২০২১ ০৮:১২
বিশ্বনাথ প্রতিনিধি:- নারী নির্যাতন মামলার এফআইআরভুক্ত অভিযুক্ত আমিনুর রহমান ও সুলতান মিয়াকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুতে ‘সচেতন জনগণের ব্যানারে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের রুস্তুম আলীর পুত্র আমিনুর রহমান ও নূর মিয়ার পুত্র সুলতান মিয়া ১০ নভেম্বর সন্ধ্যা রাতে একজন নারীকে পৌর শহরের নতুন বাজারস্থ তাদের দোকানে ডেকে এনে শ্লীলতাহানি করেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই নারী।
মামলা দায়েরের পর দীর্ঘদিন পেরিয়ে গেলে অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই তাদেরকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
ব্যবসায়ী সোহেল মিয়ার সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আকলুছ উদ্দিন, সংগঠক ইলিয়াস আলী, জয়নাল মিয়া, নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে বিশ্বনাথ নতুন বাজার টিএনটি রোডস্থ দোকানে সুনামগঞ্জের ধর্মপাশার এক নারীর শ্লীলতাহানীর অভিযোগে ২১ নভেম্বর বিশ্বনাথ থানায় মামলা করেন ওই নারী (মামলা নং -১৭)।
মামলায় অভিযুক্তরা হলেন, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের রুস্তুম আলীর পুত্র আমিনুর রহমান (৩৮) ও নূর মিয়ার পুত্র সুলতান মিয়া (৩৫)।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766