সিলেটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা -২১ অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ০৩ ডিসে ২০২১ ০৬:১২

সুরমাভিউ:-  কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর উদ্যোগে সিলেটের সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২১ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম থেকে ১০ম শ্রেণীর প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল অধ্যাপক কবি কালাম আজাদ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ – কর্নেল অলি আহমেদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর চক্ষু বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো আবুল হাশেম চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি এন্ড মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর মাহবুব এ এলাহি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দি সিলেট ইসলামিক সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারি – জাহেদুর রহমান চৌধুরী, সিলেট ইবনে সিনা হাসপাতাল এর ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. হুসাইন আহমদ, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান সাইফুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল- ফারুক আহমদ প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্ধরা বলেন, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় ছাড়া শুধু মেধাবী বা মেধা দিয়ে সুস্থ জাতি গঠন করা সম্ভব নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের সঠিক পথ নির্দেশনা প্রদানের মাধ্যমে একটি সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম। মাদক ছাত্রসমাজের সোনালী ভবিষ্যত কেড়ে নিচ্ছে। ছাত্রসমাজ আজ ধ্বংসের মুখে। এক্ষেত্রে মেধাবীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমৃৃদ্ধ দেশ গঠনে মেধাবিধের অঙ্গিকারবদ্ধ হতে হবে। কিশোরকন্ঠ পাঠক ফোরাম কোমলমতি শিশুদের মেধার লালনে যে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও মেধার বিকাশে কিশোরকন্ঠ তাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

মেধা বৃত্তি পরীক্ষায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর পরিচালক মুবিনুল ইসলাস, সহকারী পরিচালক মিনহাজুল আবেদীন, সহকারী পরিচালক রেদুয়ানুর রহমান প্রমুখ।

পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ