এফএসিডি ক্যাব ফ্রেন্ডলী ক্রিকেট সিরিজের পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত:শুক্রবার, ০৩ ডিসে ২০২১ ০৯:১২

সুরমাভিউ:-  এফএসিডি ক্যাব ফ্রেন্ডলী ক্রিকেট সিরিজের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) শহরতলীর কামাল বাজার রাগীব নগর লিডিং ইউনিভার্সিটির মাঠে বিকাল ৩টায় এই ক্রিকেট সিরিজের পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্রিকেট সিরিজের চ্যাম্পিয়ন সিলেট টিম এফএসিডি ক্যাব ও রানার্স আপ ঢাকা এফএসিডি ক্যাবের হাতে পুরস্কার তুলে দেন রাগীব রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।

এফএসিডি ক্যাব এর প্রেসিডেন্ট ফেরদৌস আলমের সভাপতিত্বে ও ইউরো প্লাস এর স্বাত্ত্বাধিকারী আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএসিডি ক্যাব এর সেক্রেটারি জেনারেল গাজী তারেক, সেক্রেটারি জেনারেল আবু তাইয়ুব দিপু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, সেক্রেটারি কনভেনার খুরশেদ আলম রিপন।

ক্রিকেট সিরিজে সেরা বোলার নির্বাচিত হন আসাদ, সেরা ব্যাটসম্যান সুমন আহমদ, প্লেয়ার অফ দ্যা ম্যাচ ১ম সুমন, ২য় ওয়ালী, ৩য় জাহিদ।