গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত:বুধবার, ০১ ডিসে ২০২১ ১০:১২

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাংগঠনিক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো : সফিকুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতলিব আলী, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক আলি হোসেন, অর্থ সম্পাদক মস্তফা ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ