সিলেটে ইউনিয়ন নির্বাচনে নৌকা ৮, অন্যান্য ৭

প্রকাশিত:রবিবার, ২৮ নভে ২০২১ ০৮:১১

সারাদেশের ন্যায় সিলেটেও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহন। এর মধ্যে সিলেট জেলার তিন উপজেলার ১৬টি ইউনিয়নেও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরিপোর্ট লিখা পর্যন্ত ১৬টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নের বেসরকারী ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে।

এর মধ্যে বেসরকারীভাবে নির্বাচিতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা সিলামে শাহ ওলিদুর রহমান (নৌকা), লালাবাজারে তোয়াহিদুল হক তুহিন (নৌকা), জালালপুরে ওয়েছ আহমদ (নৌকা), মোগলাবাজারে ফখরুল ইসলাম শায়েস্তা (আওয়ামী লীগের বিদ্রোহী ) ও দাউদপুর ইউনিয়নে আতিকুল হক আতিক (নৌকা) বিজয়ী হয়েছেন।

জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে ফখরুল ইসলাম (জাপা নেতা ও স্বতন্ত্র প্রার্থী), চারিকাটায় সুলতান মাহমুদ (জাসদ নেতা ও স্বতন্ত্র প্রার্থী), দরবস্তে বাহারুল আলম বাহার (বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী) ও ফতেপুরে রফিক আহমদ (নৌকা) বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে এম নিজাম উদ্দিন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), তোয়াকুলে মো. লুকমান (নৌকা), নন্দিরগাঁওয়ে এস. কামরুল হাসান আমিরুল (নৌকা), ফতেহপুরে আমিসনুর রশিদ চৌধুরী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), লেংগুড়ায় মো. মুজিবুর রহমান (নৌকা) ও রুস্তমপুর ইউনিয়নে শাহাব উদ্দিন (বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী) বিজয়ী হয়েছেন।

এদিকে জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ফলাফল এখনও পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ