কোম্পানীগঞ্জে মেছোবাঘ আটক

প্রকাশিত:রবিবার, ২৮ নভে ২০২১ ০৬:১১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঘোড়ামাড়া গ্রামে একটি মেছোবাঘ আটক করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) ভোররাতে ঘোড়ামাড়া গ্রামের আব্দুল আহাদের বাড়ি থেকে বাঘটি আটক করা হয়। পরে সিলেট বন বিভাগের কাছে মেছোবাঘটি হস্তান্তর করা হয়। এই চাঞ্চল্যকর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা বাঘটিকে এক নজর দেখার জন্য আব্দুল আহাদের বাড়িতে ভীড় জমান।

স্থানীয়রা বাঘ আটকের বিষয়টি কোম্পানীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরীকে অবগত করেন।

আব্দুল আহাদ জানা যায়, শনিবার  রাতে একটি লোহার খাঁচা এনে ফাঁদ পেতে খাঁচার ভিতরে একটি মোরগ ভরে কবরস্থানের পাশে রাখেন। ভোর ৫ টার দিকে বাঘটি ওই খাঁচার ভিতরে প্রবেশ করা মাত্র বন্দি হয়ে পড়ে। এর আগে এই বাঘটি তার বাড়ির ভেড়া, ছাগল, মরগ খেয়ে ফেলে। তাই তিনি এই ফাঁদ পাতেন।

কোম্পানীগঞ্জের দায়িত্ব থাকা ফরেস্টার জসিম উদ্দীন জানিয়েছেন, এই মেছোবাঘটি সিলেট বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে সিলেটের টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ