দক্ষিণ সুরমা থেকে দুই ইয়াবা সম্রাট গ্রেফতার

প্রকাশিত:সোমবার, ২২ নভে ২০২১ ০৭:১১

সুরমাভিউ:-  সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে। তারা দীর্ঘদিন ধরে যৌথভাবে দক্ষিণ সুরমায় ইয়াবা চোরাচালান নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। শনিবার (২০ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমা থানার চন্ডিপুলস্থ  দিবা-রাত্রী রেস্টুরেন্ট এর সামন থেকে ইয়াবা পাচারকালে তাদের গ্রেফতার করে পূলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমার বানেশ্বরপুর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র ইয়াবা সম্রাট মোঃ রাজা মিয়া ও এসএমপির মোগলাবাজার থানার মোমাম্মদপুর সিলাম এর ইরা মিয়ার পুত্র আরেক ইয়াবা সম্রাট মোঃ সোয়েব আহমদ। এসময় তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-২৬, তারিখ-২০/১১/২০২১খ্রিঃ) রুজু করা হয়। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।

এলাকাবাসী জানান-ধৃত দুই মাদক ব্যবসায়ী এলাকায় ইয়াবা ও মাদকের সয়লাব ঘটিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এদের গ্রেফতারে এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে। এদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মাদক নেটওয়ার্কের অনেক বিরল তথ্য বেরিয়ে আসবে।

গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার।

এ সংক্রান্ত আরও সংবাদ