দোয়ারাবাজারে চেয়ারম্যান নুর উদ্দিন ও সদস্য-সদস্যাদের সংবর্ধনা

প্রকাশিত:রবিবার, ২১ নভে ২০২১ ০৯:১১

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতিকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নবাসীর উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। নরসিংপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ওয়াসিদ আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান ভূইয়ার  সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান হাজী আব্দুল খালিক, নরসিংপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, নির্বাচিত ইউপি সদস্য ধন মিয়া, ইশ্রাঈল আলী, সাজ্জাদুর রহমান, ইউনুছ আলী, আলী হোসেন, সামছুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সদস্য  আফরুজা খানম, জয়তুন নেছা, জোসনা বেগম মনিসহ প্রমুখ সদস্যবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের জনতা। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদসহ উপস্থিত সদস্য-সদস্যাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।