মৌলভীবাজারে আব্দুল হক শেফুলের নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল
প্রকাশিত:শনিবার, ২০ নভে ২০২১ ০৩:১১
নিজস্ব প্রতিবেদক:- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হক শেফুলের স্হানীয়দের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত মতবিনিময় সভায় নেমেছিল হাজার মানুষের ঢল।
১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তাঁর নিজ বাড়ীতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খালিছুর রহমান, মোঃ আরব আলী, মাওলানা মশাহিদ মিয়া, মোঃ চানু মিয়া, সাধুহাটী আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ আব্দুল জব্বার, আব্দুল খালিক, মাওলানা আব্দুল হেকিম, আব্দুর রউফ প্রমুখ।
আব্দুল হক শেফুল তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ পাঁচ বছর ইউনিয়নবাসীর সেবক হয়ে কাজ করেছি, যে যখন ডেকেছেন সাড়া দিয়েছি, আবারও আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই পূণরায় আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করলে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবো, এতে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগীতা কামনা করছি।
মতবিনিময় সভায় বক্তারা উপস্থিত স্হানীয়দের উদ্দেশ্যে বলেন, চেয়ারম্যান আব্দুল হক শেফুল বিগত পাঁচ বছরে ইউনিয়নে যেসব উন্নয়নমূলক কার্যক্রম করেছেন আসলেই এসব কাজ প্রশংসার দাবী রাখে। তাঁকে আবারও আমরা সমর্থন দিয়ে নির্বাচিত করে সেবক হতে দেই, এসময় উপস্থিত বিভিন্ন গোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা নির্বাচনে প্রার্থী হওয়ার পক্ষে হাততালি দিয়ে সমর্থন জানান।