২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৯ নভে ২০২১ ১০:১১
সুরমাভিউ:- সিলেট-৩ আসনের এম.পি, প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে আমি অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের পূর্বে জনগণের সাথে যে ওয়াদা করেছিলাম, তা বাস্তবায়ন করতে আমি কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, বিদ্যুৎ ক্ষেত্রে যে উন্নতি সাধন হয়েছে তা অতীতে কখনও হয়নি। বর্তমান সরকার শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। শুধু সরকার স্কুল ভবন নির্মাণ করে দিলে হবে না। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ছেলেমেয়েদেরকে শিক্ষিত করতে আরোও বেশি করে যত্মবান হতে হবে। তিনি ঘিলাছড়া হাকালুকি হাওরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বন ও পরিবেশ মন্ত্রী’র দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করে যাচ্ছেন।
এম.পি হাবিবুর রহমান হাবিব গতকাল শুক্রবার ১৯ নভেম্বর, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে মাইজগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্থর ও ঘিলাছড়া ইউনিয়নের পাগলাছড়া হতে ধারন মির্জাপুর সড়ক উন্নয়নে ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, ঘিলাছড়া ইউ/পি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, হাজী এনাম আহমদ, এ.কে.এম কিবরিয়া ময়নুল, বিজন দেবনাথ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, লুদু মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফারুক আহমদ, তরিকুল ইসলাম ময়না, বিশিষ্ট মুরব্বি মুহিবুর রহমান, শিক্ষক রঞ্জিত চক্রবর্তী, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, আজিম উদ্দিন, মিজানুর রহমান বাবেল, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, যুবলীগ নেতা আবুল মিয়া, ফাইম আহমদ শাহ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলী, মুহিত হোসেন শাহ, রায়হান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766