গোলাপগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত:শুক্রবার, ১৯ নভে ২০২১ ১০:১১

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলার উত্তর যুব সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি মাদ্রাসা মাঠে প্রায় ৫ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলার উত্তর যুব সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, চেয়ারম্যান পদপ্রার্থী এমরান হুসেন, মেম্বার পদপ্রার্থী আজমল হোসেন মনি, মহিলা মেম্বার পদপ্রার্থী সুমি বেগম, মুরব্বি আফতাব আলী, আরকান আলী, কামাল আহমদ, আব্দুল লতিফ লতাই, বারি মিয়া, সংগঠনের সভাপতি ফয়ছল আহমদ, সহ সভাপতি আশরাফুজ্জামান ফয়ছল, সাধারণ সম্পাদক মুশাররফ হুসেন, সহসাধারণ সম্পাদক মো. মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, কোষাধ্যক্ষ ফখরুল হুদা, সহ কোষাধ্যক্ষ আবুল কালাম, প্রচার সম্পাদক-সুমন আহমদ, দপ্তর সম্পাদক সুজন আহমদ, কার্যকরি সদস্য কয়েছ আহমদ, রিপন আহমদ, সুহেল আহমদ, নাজির আহমদ, রুবেল আহমদ, আব্দুর রহিম, আব্দুল হামিদ।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে সহযোগিতা করে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব। এসময় প্রায় ৫ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ