মৌলভীবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ নভে ২০২১ ০২:১১

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের রাজনগরে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মালেক (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে ঘটনাটি ঘটে।আব্দুল মালেক উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে
জানা যায়,একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক আহত করে পালিয়ে যায়। অধিক রক্ত করণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে রক্ষা করার জন্য তাজুল নামের এক যুবক এগিয়ে আসলে তার ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা সেও আহত হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
রাজনগর থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন,পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমরা জড়িতদের খোঁজে বের করার চেষ্টা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ