বিশিষ্ট মুরব্বি মন্তাজ আলী’র ইন্তেকাল, দাফন সম্পন্ন এমপি হাবিবুর রহমান সহ বিভিন্ন মহলের শোক

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ নভে ২০২১ ০৭:১১

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের প্রবীন মুরব্বি, বিশিষ্ট কলামিস্ট, শিক্ষক মাওলানা আব্দুল হান্নান তুরুকখলী’র পিতা মোঃ মন্তাজ আলী (৯০) গত ১৭ নভেম্বর বুধবার রাত ৯ টা ২৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি, নাতিন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা ১৮ নভেম্বর বৃহস্পতিবার বাদ জোহর তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ সংলগ্ন পূবালী ব্যাংক লিমিটেড দাউদপুর চৌধুরী বাজার শাখার সামনে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আব্দুল হান্নান। দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের খতিব মাওলানা ইমাদ উদ্দিন। পরে পঞ্চায়েতী গুরুস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবীদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

জানাযার নামাজে সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমের ছেলে আব্দুর রহমান।

বিভিন্ন মহলের শোক প্রকাশ :

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক এর মামা প্রবীন মুরব্বি মোঃ মন্তাজ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। তারা শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে অনুরূপ শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল, চেয়ারম্যান প্রার্থী আতিকুল হক আতিক, নুরুল ইসলাম আলম, দেলোয়ার হোসেন, তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ