১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৬ নভে ২০২১ ০৫:১১
কানাইঘাট প্রতিনিধি:- বাংলাদেশ হোটেল শ্রমিক ইউনিয়ন কানাইঘাট উপজেলা শাখার কমিটির গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছাদেক মিয়া ও সাধারণ সম্পাদক আনসার আলী সর্বসম্মতিক্রর্মে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। এর পূর্বে সোমবার বিকাল ৪টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি আশিক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন।
উদ্বোধক অতিথি’র বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছাদেক হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী, অর্থ সম্পাদক মুহিদুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, জৈন্তাপুর হেটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক আহমদ।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন আব্দুল জলিল, ফয়ছল আহমদ, আমীর উদ্দিন।
সম্মেলন শেষে সাবেক পৌর কমিটির সভাপতি আব্দুল জলিলের প্রবাস যাত্রা উপলক্ষে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এবং কানাইঘাট বাজারে লাল পতাকা মিছিল করে শ্রমিকরা।
এদিকে নব-গঠিত কানাইঘাট উপজেলা কমিটিতে স্থান পেয়েছেন যারা। সভাপতি আশিক উদ্দিন, সহ-সভাপতি রুহেল আমীন, শহীদুল রহমান, মিজান আহমদ, ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, রুবেল আহমদ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল করিম, প্রচার সম্পাদক রুমান আহমদ বাদাম, সিনিয়র সদস্য কামরান আহমদ, সদস্য রুবেল আহমদ, ইসমাঈল, সুহেল আহমদ, ফয়েজ উদ্দিন, হাসান আহমদ, আল-আমীন, রুফুল আহমদ, মামুন রশিদ, ইমরান আহমদ, মতিউর রহমান কালা।
Helpline - +88 01719305766