আমাদের অর্থনীতির’ সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম মিশু

প্রকাশিত:মঙ্গলবার, ১৬ নভে ২০২১ ০৯:১১

সুরমাভিউ:-  স্বনামধন্য সম্পাদক নাঈমুল ইসলাম খান সম্পাদিত বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন সংগ্রামে নিবেদিত দৈনিক ‘আমাদের অর্থনীতি’র সিলেট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম মিশু।

১৪ নভেম্বর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান স্বাক্ষরিত একটি পত্রে তাকে এই নিয়োগ দেওয়া হয়। সাংবাদিক জহিরুল ইসলাম মিশু সকলের সহযোগিতা কামনা করেন।

জহিরুল ইসলাম মিশু ২০১৯ সাল থেকে সরকার কর্তৃক নিবন্ধিত জাতীয় নিউজ পোর্টাল ‘নিরাপদ নিউজ’ এর সিলেট ব্যুরো চীফ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দৈনিক বাংলাদেশের আলোর সিলেট মহানগর প্রতিনিধি ও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পোস্টের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি বর্তমানে সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করছেন।
সংবাদ সংক্রান্ত বিষয়ে মিশু সকলের সহযোগিতা কামনা করে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

মোবাইলঃ +৮৮০১৭১৫৬০৭৮৪২
ই-মেইলঃ jahirul.mishu@gmail.com

এ সংক্রান্ত আরও সংবাদ