জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার’র জরুরী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ১৫ নভে ২০২১ ১১:১১

সুরমাভিউ:-  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েল ফেয়ার (জিএসসি) ইউকে সিলেট চ্যাপ্টার এর জরুরী সভা ও সংবর্ধনা (১৫ নভেম্বর) সোমবার সন্ধ্যা ৬টায় সিলেট মুরারীচাঁদ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি সিলেট মুরারীচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ প্রাক্তণ পৌর কমিশনার আব্দুস সামাদ নজরুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারী আহসানুজ্জামান আরিফ, সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও সিলেট শিক্ষাবোর্ডের সদ্য পদায়নপ্রাপ্ত বোর্ড সচিব প্রফেসর কবির আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সহ-সভাপতি এম এ নাসির সুজা, ট্রেজারার আলী আহসান হাবীব, জয়েন্ট সেক্রেটারী সহকারী অধ্যাপক এম এ বায়েছ, কাউন্সিলর নাজনীন আক্তার কনা, আফিকুর রহমান আফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক শেখ তোফায়েল সেপুল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক হেলাল আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক সাংবাদিক আকলিছ আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবীর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ সাগর, প্রকাশনা সম্পাদক সাংবাদিক ইজাজুর হক ইজাজ, সদস্য রোকসানা পারভীন, শেলী রানী দেব, ইঞ্জিনিয়ার মসহুর আলম মুন্ন্া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আহসানুজ্জামান আরিফ বলেন, আপনারা সুনির্দিষ্ট প্রজেক্ট প্রস্তাবনা সেন্ট্রাল কমিটিতে পেশ করেন, আমরা অবশ্যই আপনাদের সার্বিক সহযোগীতা করব। আমরা প্রবাসীরা দেশের মানুষের জন্য কাজ করতে উন্মোখ হয়ে থাকবো।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং জিএসসি সেন্ট্রাল কমিটির চীফ চ্যারিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মনসব আলীর প্রস্তাবকৃত বৎসরব্যাপী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ