১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১৪ নভে ২০২১ ০৩:১১
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনরত ৪ জন শিক্ষককে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, শাহ আলম কামাল বাজার ফাজিল মাদ্রাসা, হোসাইন রজবী মুন্সী শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসা, মিছবাউল ইসলাম আলী ঈশ্বার্দ লতিফিয়া দাখিল মাদ্রাসা, রুহুল কুদ্দুস বিশ্বনাথ কামিল মাদ্রাসা।
আজ রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস।
তিনি বলেন, সরকারি নির্দেশনা না মেনে বিশ্বনাথ মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে স্মাটফোন ব্যবহার কালে তাদেরকে হাতেনাতে ধরা হয়।
পরে তাদেরকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে অবশিষ্ট পরীক্ষাগুলোতে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে তিনি জানান।
Helpline - +88 01719305766