চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রচারণা

প্রকাশিত:রবিবার, ১৪ নভে ২০২১ ০৭:১১

সুরমাভিউ:-  সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে।

প্রচারণার দ্বিতীয় দিনে (১৪ নভেম্বর) রবিবার দুপুর থেকে সিলেট নগররীর জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় প্রচারণা চালান সম্মিতি ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব ও অর্ডিনারী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুছ চৌধুরী এনাম, মুশফিক জায়গীদার, ফখর উছ সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খোবের হোসেইন, ফায়েক আহমদ শিপু. দেবাশীষ চক্রবর্তী।

এ সংক্রান্ত আরও সংবাদ