কুলাউড়া কর্মধায় ইউপি নির্বাচনে মাঠ জরিপে এগিয়ে চশমা মার্কা মহিবুল ইসলাম আজাদ

প্রকাশিত:শনিবার, ১৩ নভে ২০২১ ০৯:১১

সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধি:-  কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। উক্ত নির্বাচন ঘনিয়ে আসায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দলীয় একক মনোনয়ন পেয়েছে ক্ষমতাসীন আ. লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক।

গত নির্বাচনে জামানত হারানো কুলাউড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আওয়ামীলীগের নৌকা প্রতীক না পাওয়ায় সতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন আরও দুইজন। এদের মধ্যে মাঠ জরিপে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মহিবুল ইসলাম আজাদ চশমা মার্কা নিয়ে এগিয়ে রয়েছে।

কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে সর্ব্বোচ ভোট কর্মধা ইউনিয়নে। পুরুষ ভোটার-১৩২৭৮ জন, মহিলা ভোটার-১২২৭০ জন , মোট ভোট – ২৫৫৪৮ (পঁচিশ হাজার পাঁচ শত আট চল্লিশ) মোট ভোট কেন্দ্র ০৯ টি। নির্বাচন সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অংশ গ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা। এখন পর্যন্ত নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এদিকে কর্মধা ইউনিয়নের ৯টি কেন্দে নির্বাচনী উৎসব আমেজ দেখতে গেলে ইউনিয়নের অনেকেই বেশিরভাগ ভোটার বলেন, বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক কর্মধা ইউনিয়নে যে ব্যাপক দুর্নীতি চাদাবাজি ও সরকারি বিভিন্ন প্রজেক্ট থেকে টাকা লুটপাট করেছে , তা পূর্বে কখনও কোনো চেয়ারম্যান করেনি। এবার নির্বাচন এসেছে কর্মধার জনগন চায় দুর্নীতি চাদাবাজ মুক্ত কর্মধা ইউনিয়ন গড়ার লক্ষে চশমা মার্কা মুহিবুল ইসলাম আজাদকে তারা ভোট দিবে। ভোটাররা আরও জানান, এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ এখন পর্যন্ত এগিয়ে আছে। তিনি দলবল নিয়ে রাতের ঘুম হারাম করে কর্মধা ইউনিয়নে আনাচে-কানাচে ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি । কর্মাধা ইউনিয়ন দুর্নীতি মুক্ত করতে হলে দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন । এদিকে বিএনপির একক সতন্ত্র প্রার্থী আব্দুস সালাম দলের সিদ্ধান্ত না মেনে সতন্ত্র পার্থী হওয়ার কারণে দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় তেমন লক্ষ্য করা হয়নি । অন্যদিকে, প্রচারণায় পিছিয়ে নেই আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মছলু আমিন । তিনিও তার কর্মী-সমর্থক নিয়ে ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

আসন্ন নির্বাচনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ২৫৫৪৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচিত করবেন তাদের পছন্দের পার্থীকে।

এ সংক্রান্ত আরও সংবাদ