১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ১২ নভে ২০২১ ১০:১১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আসা শফিউল আলম নাদেল যুক্তরাজ্য সফরকালে যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখা উদ্ধোগে গেল বুধবার স্থানীয় একটি হলরুমে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এর গণ সংবর্ধনার আয়োজন করে।
সংগঠনের সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক এডঃমীর গোলাম মোস্তফা ও যুগ্ম-সাধারন সম্পাদক রুহুল আমিন রুহেল এর যৌত পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল হান্নান, আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সংর্বধীত অতিথি তার বক্ত্যেবে ১৯৭১ সালে বাংলাদেশরে স্বাধীনতার যুদ্ধের প্রবাসীদের অবধানের কথা স্বরণ করে কৃতজ্ঞা প্রকাশ করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরেন, সাথে সাথে এই উন্নয়নের কথা যেন সবার কাছে পৌছে দিতে আহবান করেন এবং বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তরাখেন সৈয়দ মাহমুদুর রহমান, আব্দুস সালাম, মুজাহিদুর রহমান, আজাদ মিয়া, মোঃ শাহজান, অয়েস আহমদ কামালী,মিজানুর রহমান ,আব ইউসুফ চৌধুরী ,শিপার মিয়া,আজিজুর রহমান ধারা ,মোয়াজ্জিম চৌধুরী রিপন,শেখ জাফর, এটি এম লোকমান, টিটু ,মোস্তাকুজ্জামান খোকন,কাওসার,খোকন,তাহমিদ ,কোরেশী ,জামাল উদ্দিন কাওসার ,ফয়জুল হক জুয়েল প্রমুখ। সংবর্ধনায় বক্তারা নাদেল এর সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
একই সাথে শফিউল আলম নাদেলের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার পথ পরিক্রমার পুরস্কার হিসেবে নাদেল কে যোগ্যতম আসনে অলংকৃত করায় আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
Helpline - +88 01719305766